" শুভ নববর্ষ " ১৪/১৫ ই এপ্রিল
👨👩👦👦 বৈশাখী মেলা শনি ও রবি ঐতিহ্য ও
সম্প্রীতির
প্রতীক 👭
আবার এলো পহেলা বৈশাখ,
নতুন ভোরের আলো…
অন্ধ মনের বন্ধ কপাট
খুলে ফেলাই ভাল "
বাঙালিদের জীবনে পহেলা বৈশাখ আসে অন্যরকম স্বপ্ন আর অমিত সম্ভাবনার ফুলঝুড়ি নিয়ে।
বাঙালী এবং বৈশাখী মেলা একই মুদ্রার এপিঠ ওপিট।
বাংলা নববর্ষের মূল আকর্ষণ হলো বৈশাখী মেলা । মূলত নতুন বছর বরণকে উৎসবমূখর করে তোলে এ মেলা।
উপস্থিত দর্শকদের আনন্দ দেয়ার জন্য নানাবিধ আয়োজন করা হয়ে থাকে মেলাতে।
দেখতে দেখতে এক যুগ পেড়িয়ে এলো আমাদের এই বৈশাখী আয়োজন। আসছে ১৪ ও ১৫ ই এপিল,শনি ও রবিবার পূর্ণ হতে যাচ্ছে আমাদের এই পথচলার ১২ টি বছর।
প্রতিবারের মত এবারও আমাদের আয়োজন থাকবে নানান রকম, নানান সাজে সজ্জিত।
গান, নাচ মজার মজার খাবার, শাড়ি গহনা সবই থাকছে এই আয়োজনে।
" হাতে হাত রেখে চলবো আমরা এক সাথে,
আসলে আসুক যত ঝড়,
চলবো আমরা হয়ে বল। "